Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রহনপুর ষাঁড়বুরুজ
স্থান
রহনপুর
কিভাবে যাওয়া যায়
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা হতে সড়কপথে রহনপুর-আড্ড রোড হয়ে যেকোন যানবাহন বা পায়ে হেঁটে যাওয়া যায়। অথবা রহনপুর পুরাতন বাজার বা বড়বাজার হতে উত্তরে কাজিগ্রাম যেতে রহনপুর জনতা উচ্চবিদ্যালয়ের পাশদিয়ে যেকোন যানবাহন বা পায়ে হেঁটে আধা কিলোমিটার মাত্র।
বিস্তারিত

রহনপুর ষাঁড়বুরুজ রহনপুর ইউনিয়ন বাসীর কাছে ঐতিয্যের প্রতিক। এটি ষাড়ের চুড়ার মতো উচু হওয়ায় এর নাম করন হয়  ষাঁড়বুরুজ। এটি কখন কিভাবে তৈরী হয়েছিল তা কেউ বলতে পারেনা। এর আলামত হিসাবে ধরা যায় এই চুড়া যে সব ইট পাথর পাওয়া যায়। সে সব ইটের গাঁয়ে নাকি বগদাদ শহর নামে লেখা দেখা গিয়েছিল। তাই অনেকেই মনে করেন । হয়তো কোন রাজা বাদশার গোপন আস্তানা । এই চুড়াটি এত উচু ছিলো যে চুড়াটির শেষ প্রান্তে উঠা অসম্ভ ছিল। কিন্ত কালক্রমে এখন অনেকটা ক্ষয়ে গেছে।